মনীষীদের বানী পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব নয়। আমরা যে যেমন মানুষই হই না কেন ভালো কথা প্রায় সবাই পছন্দ করি।
আমাদের যখন মন খারাপ হয় তখন আমরা মোবাইলে বা কম্পিউটারে মনীষীদের বানী কথাগুলো শোনার চেষ্টা করি। যদি মন খারাপ অবস্থায় একাকী থাকি তাহলে তো আর কথাই নেই।
আজ আমরা তেমন কিছু মনীষীদের বানী পড়বো। আশা করি, সবগুলো কথা আপনার হৃদয় ছুয়ে যাবে। কথাগুলো ভিডিও আকারে যদি চান তাহলে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। তাহলে শুরু করা যাক।
টাকা পয়সা না থাকলেই কাউকে গরীব বলা হয় না। প্রকৃত গরীব তো সে, যার একটা সুন্দর মন নাই।
কাউকে অপমান করতে কোন যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে অবশ্যই শিক্ষার প্রয়োজন হয়।
মনে রেখ, একটা ভালো দিন পাওয়ার জন্যে তোমাকে অনেক খারাপ দিনের সাথে লড়াই করতে হবে।
পৃথিবীতে সবাই তোমাকে কষ্ট দেবে। তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া সব কষ্ট তুমি সহ্য করতে পারবে।
জীবনকে এক লম্বা যাত্রা পথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য সৎ থাকলে তুমি অবশ্যই সঠিক পথের সন্ধান পাবে।
সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার তেমন ক্ষমতা নেই এবং যারা অন্যের ভালো কখনো সহ্য করতে পারে না।
এটা ভাবতে যেও না যে, কে কখন কিভাবে কেন বদলে গেল? শুধু ভাবিও যে, সে তোমায় কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল।
যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে থাকা অন্তিম শক্তিকে জাগ্রত করে।
জীবনে কষ্ট থাকা প্রয়োজন। কারণ, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি কষ্ট থেকেই কিছু না কিছু শিক্ষা লাভ করা যায়।
প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে।
যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না – ধৈর্য্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে।
শুধুমাত্র ইচ্ছাশক্তির মাধ্যমে বড় থেকে বড় কাজকে সহজ বানানো যায়। জীবনের সব সমস্যার সমাধান করা যায়।
জীবনে যে জিনিষগুলো জলদি মিলে যায় তা বেশিদিন টেকসই হয় না। আর যা বেশিদিন টেকসই হয় তা জলদি পাওয়া যায় না।
অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাটাই ভালো। কারন, সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে।
আপনি যদি পানিতে ডুবে যাওয়ার ভয়ে নদীতে না নামেন, তাহলে আপনি আটলান্টিক পাড়ি দেবার স্বপ্ন দেখেন কিভাবে?
যখন কেউ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার বিশ্বাস কখনো ভেঙো না। কারন, বিশ্বাস হারিয়ে গেলে অনেক সময় মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও নষ্ট হয়ে যায়।
বাবার টাকায় কখনো অহংকার করতে নেই। নিজে সৎ পথে ইনকাম করো – অহংকারটা বাবাকেই করতে দাও, জীবন স্বার্থক মনে হবে।
হিংসা করে খুব সহজেই অন্যের ক্ষতি করা যায় কিন্তু কোনদিন নিজের উন্নতি করা সম্ভব হয় না।
এই পৃথিবীর কারও সাথে হিংসা করো না, কাউকে অবজ্ঞা করো না, কাউকে কষ্ট দিও না। মনে রেখো, মানুষ ছেড়ে দিলেও নিয়তি কিন্তু ছাড়ে না।
আজীবন সংসারের ঘানি টানা লোকগুলো শেষ জীবনে কখনো কখনো সংসারের বোঝা হয়ে যায়।
লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ ঠিক তেমন সমাজের কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ।
তিনটা সময় মানুষের আসল রূপ চেনা যায়। যখন আপনি বিপদগ্রস্থ হবেন, অভাবগ্রস্থ হবেন এবং অসুস্থ হবেন।
পৃথিবীতে দুই ধরণের মানুষ বেশি অসহায়। এক- রূপ ছাড়া নারী আর দুই- টাকা ছাড়া পুরুষ।
ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোন ভাগ্যের ব্যাপার না। একজন সৎ চরিত্রবান ছেলের স্ত্রী হওয়াটাই ভাগ্যের ব্যাপার।
যারা সত্যিই ভালোবাসে তারা কখনো প্রতিশ্রুতি দেয় না। তারা নীরব হয়ে পাশে থেকে যায়।
একজন মানুষ কানা, খোড়া বা পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়। কিন্তু একজন মানুষ যদি দুশ্চরিত্রবান হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না।
কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক মানুষ থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য কোন মানুষ থাকে না।
মনে রাখবেন, জীবনে কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না। আবার, আঘাত পাওয়া ছাড়া কেউ বদলেও যায় না।
প্রতিটি বিশ্বাসঘাতকতা কেবল বিশ্বাস দিয়েই শুরু হয়।
সৎ সাহস জীবনকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে। অসৎ সাহস পা পিছলে খালে পড়তে সাহায্য করে।
আশা করি, কথাগুলো ভালো লেগেছে। তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং ভিডিওগুলোর জন্য। সবার সুস্থতা কামনা করছি।